ইনশাআল্লাহ

দুঃসময়ের ঝড় যাবে থেমে – ইনশাআল্লাহ,
সম্ভাবনার গান উঠবে বেজে – ইনশাআল্লাহ,
লাখো শহীদের খুন যাবেনা বৃথা – ইনশাআল্লাহ,
ত‍্যাগেই আবার হবে মুক্তি আকা – ইনশাআল্লাহ,

মৃত‍্যুকে কাছে টানো লক্ষ‍্যের পানে ছুটো চালাও নতুন মহড়া।
ইনশাআল্লাহ হবে কুপোকাত যত জুলুমাত
হাসবে আবার আমার প্রিয় বাংলা।
ইনশাআল্লাহ …. ইনশাআল্লাহ – (২ বার)) ||

ঝড় উঠুক উঠুক আবার বিশ্বাসী চেতনার ঝড়,
দুমড়ে মুচড়ে যাক অবিশ্বাসীর হাঁক কাপুক জালিম থর থর – (২ বার)
ইনশাআল্লাহ হবে কুপকাত যত জুলুমাত
হাসবে আবার আমার প্রিয় বাংলা।
ইনশাআল্লাহ …. ইনশাআল্লাহ – (২ বার)) ||

রক্তের নদী বয়ে আসবে বিজয় – ইনশাআল্লাহ
মুক্তির কথা গানে হাসবে হৃদয় – ইনশাআল্লাহ
এখনই সময় নেবো বদলা এবার – ইনশাআল্লাহ
শহীদ তামান্নায় ছুটবো আবার – ইনশাআল্লাহ

মৃত‍্যুকে কাছে টানো লক্ষ‍্যের পানে ছুটো চালাও নতুন মহড়া।
ইনশাআল্লাহ হবে কুপোকাত যত জুলুমাত
হাসবে আবার আমার প্রিয় বাংলা।
ইনশাআল্লাহ …. ইনশাআল্লাহ – (২ বার)) ||

নাও শপথ নাও সবে অধিকার আদায়ের অঙ্গিকার
মানুষ ফিরে পাক স্বাধিনতার স্বাদ
খুলুক ন‍্যায়ের আজ বন্ধোদ্বার – (২ বার)
ইনশাআল্লাহ হবে কুপোকাত যত জুলুমাত
হাসবে আবার আমার প্রিয় বাংলা।
ইনশাআল্লাহ …. ইনশাআল্লাহ – (২ বার)) ||

Post a Comment

Previous Post Next Post