মালা মোহাম্মাদিয়া হাফেজিয়া নূরানী মাদরাসা

আজ গল্প শোনাবো এক ভালোবাসার
হৃদয় আছে তার নাম লেখা
নামটি হল মালা মোহাম্মাদিয়া
হাফেজিয়া নূরানী মাদরাসা-৩

মনে পড়ে সেই দিনের কথা
হয়েছিল যবে তার সূচনা
মোহাম্মদ আলী ও গ্রামবাসীরা
সাজিয়ে তুলেছিল এ আঙিনা-২
ভুলবো না কভু দিনগুলোর কথা-২
স্মৃতির পাতায় সদা থাকবে আঁকা । ঐ

প্রভুর ডাকে রাতে দিয়ে সাড়া
উঠে পড়ে ছাত্র উস্তাদেরা
জায়নামাজে বসে ডাকে প্রভুকে
অশ্রু ভেজা স্বরে বলে আল্লাহ-২
কোরআনের সুমধুর সুরে তারা-২
মুখরিত রাখে সাদা এই জামিয়া। ঐ

মগ্ন থাকে মেহনতে সদা
ছড়িয়ে দিতে কোরআনের সুধা
মাওলানা ক্বারী মনিরুল ইসলাম
মোদের তরে এক বড় নিয়ামাহ-২
প্রভুর কাছে তাই করি দোয়া-২
কবুল করেন যেন এই জামিয়া। ঐ

Post a Comment

Previous Post Next Post