চোখ সরে না মন ভরে না
দেখলে সিরিয়াল ২
জুয়ান বুড়া পোলা মাইয়া
কোরআন হাদিস সব ফেলাইয়া ২
হইছে বেসামাল।... ঐ
*
বউ শাশুড়ির বইসা বইসা
দেখতো মিলন তিথি,
না বুঝিয়া পিচ্চি পোলা
খুঁজে সংঘের সাথী।
ছিল,,,কটকটি আর পটল কুমার
এখন আছে দিদি নাম্বার,২
পুড়লো যে কপাল
ধর্ম কর্ম সব ফেলাইয়া
হইছে বেসামাল কল,,, ঐ
*
সিরিয়ালের নেশায় পইড়া
উঠছে প্রেমের জ্বালা
দেশটারে ভাসাইয়া গেছে
হায়রে কিরণমালা ২
বেদেনী মলুয়ার কথা
লাগলো আমার বুকে ব্যথা ২
পুড়লো যে কপাল।
ধর্ম কর্ম সব ফেলাইয়া
হইছে বেসামাল,,, ঐ