আ আ আ আ…আ আ আ আ…
আ আ আ আ…আ আ আ আ…
আমাদের ছিলো এক সোনালী অতীত। নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত।
আইন ছিলো শুধু ইনসাফের-ই জুলুম রুখে দিতে হতো না দেরি।
আমাদের সে অতীত হারিয়ে গেছে, মজলুম আজ তাই কেঁদে মরে।
হারিয়েছি যা, তা কি পাবো ফিরে? তুমি না জাগলে তাকে ফেরাবে কে?
ইয়া শাবাব…..ইস্তায়িক্কিয ইয়া শাবাব…..ইস্তায়িক্কিয
হে যুবওওওক….জেগে উঠো। হে যুবওওওক….জেগে উঠো।
আ আ আ আ…আ আ আ আ…
তুমি কি শুনোনি খালিদের কথা! সালাউদ্দিনের শত বীরগাঁথা।
যুগে যুগে তারা ছিলো উম্মাহ’র ত্রাতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যাথা?
সিরিয়া, কাশ্মীরে আরাকান, উইঘুরে ডাকছে তোমারই ভাই…..।
মিটাবে জুলুম চিরতরে, তাকে কোথা খুঁজে বলো পাই??
হারিয়েছি যা, তা কি পাবো ফিরে? তুমি না জাগলে তাকে ফেরাবে কে?
ইয়া শাবাব…..ইস্তায়িক্কিয ইয়া শাবাব…..ইস্তায়িক্কিয
হে যুবওওওক….জেগে উঠো। হে যুবওওওক….জেগে উঠো।
আ আ আ আ…আ আ আ আ…
তুমি আজো মজে আছো ভোগ-বিলাসে, ওদিকে তোমার বোন কাঁপে ত্রাসে।
যাকে কভু দেখেনি সূর্যালোকে, সে বোন আজ লাঞ্ছিত বারে বারে।
ভারত-ফিলিস্তিনে, উইঘুর-আরাকানে, কাঁদছে তোমারই বোন।
তাদেরই ডাকে তুমি সাড়া দেবে, বলো কবে নেবে এই পণ?
ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে, আর কিভাবে বলো বিজয় আসে?
ইয়া শাবাব…..ইস্তায়িক্কিয ইয়া শাবাব…..ইস্তায়িক্কিয
হে যুবওওওক….জেগে উঠো। হে যুবওওওক….জেগে উঠো।
আ আ আ আ…আ আ আ আ…
তাদের বেঁধে দেয়া কাঁটাতার ভুলো, জেনে রেখো মোদের সীমানা নেই কোন।
মুসলিম হলে তাকে ভাই বলে জেনো, তার ডাকে সদা তুমি সাড়া দাও যেনো।
আর কতকাল বলো থাকবো এ পদতলে! কাটাবো দুঃখেরই কাল।
কবে বলো সব এক হয়ে, ধরবে উম্মাহ’র হাল?
হারিয়েছি যা, তা কি পাবো ফিরে? তুমি না জাগলে তাকে ফেরাবে কে?
ইয়া শাবাব…..ইস্তায়িক্কিয ইয়া শাবাব…..ইস্তায়িক্কিয
হে যুবওওওক….জেগে উঠো। হে যুবওওওক….জেগে উঠো। ঐ