ঐ চাঁদ, সুরুজ আর তারকারাজি
ঐ চাঁদ, সুরুজ আর তারকারাজি
আসমান, জমিন আর বৃক্ষরাজ - ২ বার
সাগর, নদী, পর্বতরাজি
সৃজিলে তুমি, সব তোমারই তো দান ।
ওগো রহিম রহমান
তুমি মহা মহীয়ান - ২ বার
গাছে গাছে দিয়েছ তুমি নানান রঙের ফুল-ফল
দিগন্ত বিস্তৃত মাঠে মাঠে দিয়েছ সবুজ ফসল-২ বার
কৃষকের মুখে হাসি, গোলা ভরা ধান
সৃজিলে তুমি, সব তোমারই তো দান ।
ওগো রহিম রহমান
তুমি মহা মহীয়ান - ২ বার
ফুলে ফুলে দিয়েছ ঢেলে মন মাতানো সব ঘ্রাণ
প্রজাপতি ওড়ে পাখা মেলে, দেখে জুড়িয়ে যায় প্রাণ - ২ বার
ফুল প্রজাপতি আর নানা রং, ঘ্রাণ
সৃজিলে তুমি, সব তোমারই তো দান ।
ওগো রহিম রহমান
তুমি মহা মহীয়ান - ২ বার
ঐ চাঁদ, সুরুজ আর তারকারাজি
আসমান, জমিন আর বৃক্ষরাজি
সাগর, নদী, পর্বতরাজি
সৃজিলে তুমি, সব তোমারই তো দান ।
ওগো রহিম রহমান
তুমি মহা মহীয়ান - ৩ বার
সমাপ্ত
Tags:
Nasheed