মোবাইল আসিল কি দোলা লাগিল
পড়ালেখায় ও মন বসেনা
পরনে যায় থাক পেটে ভাত নাই যাক
মোবাইল ছাড়া পোলার চলে না
রাত বারোটার পরে টুনি যখন ফোন করে
চোখের পাতায়ও ঘুম থাকেনা
সারারাত জাগিয়া ফোনে কথা বলিয়া
ফজরে ঘুম যে সোনার ভাঙ্গে না
মোবাইলের ঠেলা প্রেম পিরিতের মেলা
এখন আর পার্কে যাওয়া লাগে না
বিছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া
কয় মোর সোনা বন্ধু ভুইলো না