নামের আগে দেখো আলহাজ্জ লেখা তার

নামের আগে দেখো আলহাজ্জ লেখা তার
মদের আসরে সে থাকে
শুধ ঘুষ রাহা জানি আছে যত অন্যায়
একটু আধটু করে থাকে
এমন চরিত্রের মানুষরূপী যারা
তাদেরকে কেমন লাগে?
ভন্ড ভন্ড লাগে যে ওদের 
ভন্ড ভন্ড লাগে -২

মাইকিং করে দেয় যাকাতের শাড়ি টাকা
এলাকায় কত তার দাম
অবৈধ যত টাকা মসজিদে দান করে
তাই তার এত যে সুনাম
ঘুশের টাকায় দেয় গরু কোরবানি -২
লজ্জা শরম নাহি লাগে।
ভন্ড ভন্ড লাগে যে ওদের 
ভন্ড ভন্ড লাগে -২

পাঞ্জাবি টুপি পরে মাজারে মাজারে ঘরে
মানুষকে দেয় তারা ধোকা
লোক দেখানো তারে নামাজ কালাম সব
মানুষকে ভাবে তারা বোকা
সমাজের মাথা ওরা চোর বাটপার
এদেশের নেতাওরা চোর বাটপার 
বলোনা কেমন হায় লাগে ?
ভন্ড ভন্ড লাগে যে ওদের 
ভন্ড ভন্ড লাগে -২

Post a Comment

Previous Post Next Post