কি হলো কি হলো বাংলাদেশের হাই
কইলা সুন্দরী রা পারলারেতে যায়
ফ্যাসনের নামে এলো এমন আজব নিয়ম
চারিপাশে কাপড় কেটে ঢাকে লজ্জা সরম
মেয়েদের পোশাক ছেড়ে ধরেছে জিন্স
বাংগালী হয়েও তারা সেজেছে প্রিন্স
মোবাইলে কথা বলে দিয়া কত রস
তুমি আমি বোকা যারা হয়ে যায় বস
সুযোগ পেলে নানান ছলে পকেট ফতুর করে ফেলে
কোনো অজর ছাড়ায়
আমাদের ছেন্টু মামুন ভাবের নেই সিমা তার
এমন ভাবে পেন্ট পরে যেনো পৌর সভার ঝাড়ুদার
ব্যাস্ততার মাঝে যে তার কাটে সারাদিন
সকালে মিনা টিনা বিকেলে সারমিন
ইয়াবা মদ খেয়ে বাড়ায় ফ্যাসন
পোশাক পাল্টানোর মতো পালটে তার মন
নামের আগে লাগিয়ে ডিজে সারারাত করে
কিযে বোঝেনা সবাই