আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর

আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর


আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর,
এসে কোন রূপকারে সাজালো এই চরা চর?
এসে কোন রূপকারে সাজালো এই চরা চর?

আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর,
এসে কোন রূপকারে সাজালো এই চরা চর?
এসে কোন রূপকারে সাজালো এই চরা চর?

চারদিকে নবরূপে করে ধরা জলমল,
সেই রূপ দেখে হয় আখিদ্য় সুশীতল,
আখিদ্য় সুশীতল, আখিদ্য় সুশীতল,

কেটে গেছে কুৎসিত, নিশীতের দ্বীপ্রহর,
এসে কোন রূপকার সাজালো এই চরা চর?
এসে কোন রূপকার সাজালো এই চরা চর?

আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর,
এসে কোন রূপকারে সাজালো এই চরা চর?
এসে কোন রূপকারে সাজালো এই চরা চর?

বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব,
সবখানে কেন এত আয়োজন উৎসব?
আয়োজন উৎসব? আয়োজন উৎসব?
গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তর।

এসে কোন রূপকারে সাজালো এই চরা চর?
এসে কোন রূপকারে সাজালো এই চরা চর?

উল্লাস করে আজ শাহারার লু-হাওয়ায়,
ফুরাতের জলরাশি কূলে কূলে উছলায়,
কূলে কূলে উছলায়, কূলে কূলে উছলায়,
পর্বত চূড়া হতে নেমে আসে নির্ঝর।

এসে কোন রূপকারে সাজালো এই চরা চর?
এসে কোন রূপকারে সাজালো এই চরা চর?

অগণিত ফেরেস্তেরা ছেড়ে সাত আসমান,
নেমে এসে পৃথিবীতে গাহে কার গুণগান?
গাহে কার গুণগান? গাহে কার গুণগান?
করে সবে জয়ধ্বনি আল্লাহু আকবর।

এসে কোন রূপকারে সাজালো এই চরা চর?
এসে কোন রূপকারে সাজালো এই চরা চর?

মারহাবা, মারহাবা সৃজনের রহমত,
এসেছেন ধরণীতে নূরনবী হযরত,
নূরনবী হযরত, নূরনবী হযরত,

আলোকিত তাই মাতা আমেনার কুঁড়েঘর,
সেই আলোয় অবগাহি পৃথিবীটা সুন্দর।

এসে কোন রূপকারে সাজালো এই চরা চর।
এসে কোন রূপকারে সাজালো এই চরা চর।

আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর,
এসে কোন রূপকারে সাজালো এই চরা চর?
এসে কোন রূপকারে সাজালো এই চরা চর?

আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর,
এসে কোন রূপকারে সাজালো এই চরা চর?
এসে কোন রূপকারে সাজালো এই চরা চর?

Post a Comment

Previous Post Next Post