তোমার পথ চেয়ে আছি আমি

তোমার পথ চেয়ে আছি আমি


তোমার পথ চেয়ে আছি আমি
ইয়া রাসুলআল্লাহ
ইয়া হাবীব আল্লাহ।

কবে পাবো যে তোমার দিদার
ইয়া রাসুলআল্লাহ
ইয়া হাবীব আল্লাহ।

কত যে চেয়ে থেকেছি
কত যে অশ্রু ডেলেছি।
সে আশায় সুধু কেঁদেছি
কবে পাবো যে দিদার। ঐ

কোনো আর চাওয়া পাওয়া নাই
কোনো আর লেখা গাওয়া নাই।
জীবনের বিনিময়েও চাই
ওগো তোমারি দিদার।

তোমার পথ চেয়ে আছি আমি
ইয়া রাসুলআল্লাহ
ইয়া হাবীব আল্লাহ।

কবে পাবো যে তোমার দিদার
ইয়া রাসুলআল্লা
ইয়া হাবীব আল্লাহ।

সমাপ্ত

Post a Comment

Previous Post Next Post